বেসেটেরে ওয়ার্নার পার্কে টস জিতে অ্যান্টিগাকে আগে ব্যাটিংয়ে পাঠায় সেন্ট কিটস। ওয়াকার সালামখেইলের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও নাসিম শাহর তোপ দাগানো বোলিংয়ে ১৭.১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় অ্যান্টিগা। জবাবে ১২২ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ১৫ ওভারে তাড়া করে সেন্ট কিটস।
৩.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৩৬ রান তোলে সেন্ট কিটস। ১৩ বলে ২৫ রান করে ওপেনার এভিন লুইস ফেরেন ওবেদ ম্যাককয়ের শিকার হয়ে। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার ১৯ ও কাইল মেয়ার্স আউট হন ১৫ রানে। রনের খাতা খুলতে পারেননি রাইলি রুশো।
বল-ব্যাট কিছুই জ্বলে ওঠেনি সাকিবের
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জন্য ফিটনেস-অনুশীলনে বেশ ভালোভাবে নিজেকে ঝালিয়ে নিয়েছিলেন সাকিব আর হাসান। তবে লিগের উদ্বোধনী ম্যাচে বল-ব্যাট কিছুই জ্বলে ওঠেনি এই অলরাউন্ডারের। তাঁর দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসও হার দিয়ে শুরু করল ২০২৫ সিপিএল।
সেন্ট কিটসে অ্যান্টিগাকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।