মিডিয়ায় অনুমতি ছাড়া সাক্ষাৎকার দেয়া নিষিদ্ধ করলো বিসিবি..🚨
বিভিন্ন সময় খেলোয়াড়দের সাক্ষাৎকারের অংশবিশেষ কেটে কেটে প্রচার করায় মান ক্ষুন্ন হয়েছে বিসিবির। আর তাই ক্রিকেটাররা যেন যত্রতত্র সাক্ষাৎকার না দিতে পারেন সেজন্য এখন থেকে মিডিয়ায় সাক্ষাৎকার দিতে হলে লাগবে বিসিবির অনুমতিপত্র।
এপ্রুভাল পেলেই কেবল দিতে পারবেন সাক্ষাৎকার। অন্যথায় জরিমানা গুনতে হবে সেই ক্রিকেটারের সাথে থাকতে পারে ডিমেরিট পয়েন্টও।
বিসিবির এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন..??