Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

NCL দেখলাম আজ

হাইলাইটস দেখলাম খুলনা ও রাজশাহীর এনসিএল ম্যাচটার। ওভারল হাইলাইটস ভালোই লাগলো। ১৭২ রান তাড়া হলো মাত্র ১৭তম ওভারে। এখন এই "ভালো" বলার পরেও মাথায় ঘুরতেসে কালকের বিচ্ছিরি ব্যাটিং, যাই হোক, এগুলা একপাশে রেখেই আগানো লাগবে। রাজশাহী খুব ভালো একটা চেজ করলো হাইলাইটস দেখে যা মনে হলো। চেজিংয়ে হাবিবুর রহমান সোহান দুর্দান্ত এক ৯৫৪৪৫) রানের নক খেললো। হাবিবুর সোহানকে নিয়ে বলতে গেলে বলবো সে এনসিএলে ভালোই করে, কিন্তু যতদিন না বিপিএলে নজর কাড়তে পারে, উচ্চাশা করা যাবে না। আশা করি, তিনি বিপিএলের চাপটা অন্তত সামলাতে শিখবেন, এরপর উনাকে নিয়ে বাকি কথা। শান্ত চেজিংয়ে ম্যাচিউরড ইনিংস খেললেন, খুব সম্ভবত তিনি টি-২০তে জাতীয় দলে ফিরতে মরিয়া। যদিও তাকে বাদ দেওয়ার কারণ যৌক্তিক। তবে কেউ যদি নিজেকে আপগ্রেডেশন করতে পারে, তাকে ফেরানো দোষের কিছু না। প্রথম ইনিংসে শুরুতে পটাপট ৩ উইকেট পড়ে যাওয়ার পর সৌম্য (৩৪ বলে ৬৩) আর আফিফ (৪৫ বলে ৫০) দারুণ এক পার্টনারশিপ গড়েন৷ সৌম্য সরকার টি-২০তে তার নামের প্রতি সুবিচার কখনো করেনি, এটা সবসময়ই বলি, তাছাড়া বড় মঞ্চেও সৌম্য সুবিচার করেনি। তবে আবার এক পুরনো কাসুন্দি ঘাটি, এই সুবিচার না করার মাঝে পাকিস্তানের সাথে ভার্চুয়াল সেমিতে ২০১৬ এশিয়া কাপে ৪৮ বলে ৪৮ করে ম্যাচসেরা হন সৌম্য। যাই হোক, সৌম্যের ওয়ানডেতে অন্তত জাতীয় দলে এজ সুন এজ পজিবল ফেরা উচিত। আফিফ রান পাচ্ছে ভালোই ইদানিং, গুড সাইন; তবে সেরকম এপ্রোচে রান আসছে না যেটা নিয়ে বলা যায়, "জাতীয় দলে চাই"। তবু আফিফের জন্য শুভকামনা। এই ম্যাচের সেরা ৪ পারফর্মার নিয়ে এতটুকু। এই ম্যাচের ম্যাচ সামারি: খুলনা ১৭১/৭ রাজশাহী ১৭২/২ (১৬.১ ওভার) বাকিটা তো ছবিতেই দেখতে পারছেন। (এখন চলছে ঢাকা বনাম রংপুরের খেলা) #এনসিএলটি২০

About CricketBuzz

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.