Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

জমজমাট এনসিএল টি-টোয়েন্টি ও বিদেশি খেলোয়াড় নিয়ে ভাবনায় বিসিবি |

জমজমাট এনসিএল টি-টোয়েন্টি ও বিদেশি খেলোয়াড় নিয়ে ভাবনায় বিসিবি |<div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh_-d1F6QxUvYx_0o3aO38ICvaZp8BIfiCX5kpFaytv63j8H_uP62NmUaOLJzzZrMkNXI2kfHDo2T_JiYbpsc9f6icyN7Q9-J8l14tzYKHL1LcYXlKGq0NqhYo8lqaK3wuX_gs6jMinHgfaytVvKswwHM1Yp_95HLBQxrFxoa1IRNTkm20e-WFEe-_6giM/s4320/224.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="3240" data-original-width="4320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh_-d1F6QxUvYx_0o3aO38ICvaZp8BIfiCX5kpFaytv63j8H_uP62NmUaOLJzzZrMkNXI2kfHDo2T_JiYbpsc9f6icyN7Q9-J8l14tzYKHL1LcYXlKGq0NqhYo8lqaK3wuX_gs6jMinHgfaytVvKswwHM1Yp_95HLBQxrFxoa1IRNTkm20e-WFEe-_6giM/s320/224.jpg"/></a></div> Cricket Buz Live

জমজমাট এনসিএল টি-টোয়েন্টি আর প্রথম শ্রেণিতে বিদেশি খেলানোয় চোখ বিসিবি'র

১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। এই আসর দিয়েই শুরু হচ্ছে নতুন মৌসুম। গতবার ৮টি বিভাগীয় দল খেলেছিল সিলেটের দুই ভেন্যুতে। এবার সেটি হতে পারে চার ভেন্যুতে।

শুধু টি-টোয়েন্টিই নয়, প্রথম শ্রেণির এনসিএলেও প্রতিটি দলে একজন করে বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বিসিবির একজন কর্মকর্তা।

বিসিবি’র হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই এনসিএল টি-টোয়েন্টি আসর। বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম বলেছেন, গত আসর জমজমাট ছিল, এবারেরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

এই টুর্নামেন্টের সেরা পারফর্মাররা সুযোগ পাবেন বিপিএলের ড্রাফটে। তাই অনেক খেলোয়াড়ের চোখ এখন এনসিএলের দিকে।

এরপর ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে প্রথম শ্রেণির এনসিএল৪ থেকে ১০ ডিসেম্বর হতে পারে বিসিএলে’র ওয়ানডে টুর্নামেন্ট, যা হবে ফ্রাঞ্চাইজি ভিত্তিক।

বিপিএলের পর ফেব্রুয়ারিতে হবে চারদিনের বিসিএল। এতে দেখা যেতে পারে আফগানিস্তান এ’ দল বা হাইপারফরম্যান্স দল

তবে বিদেশি খেলোয়াড় পাওয়া কঠিন হতে পারে বিসিবি’র জন্য, কারণ তখন ভারতে চলবে রঞ্জি ট্রফি এবং পাকিস্তানে কায়েদে আজম ট্রফি। তাই অন্য দেশ থেকে খেলোয়াড় আনতে পারে বিসিবি। মূলত এনসিএলের মান বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

About CricketBuzz

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.