Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

তাসকিনকে নিয়ে গুরুতর অভিযোগ, তদন্ত চালাচ্ছে বিসিবি

তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ! | Cricket Buz Live

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

জানা গেছে, গতকাল রাতে মিরপুর এক নম্বর এলাকায় এক ব্যক্তিকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ

ঘটনার পরপরই ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এ নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, “মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কি হয়েছে সেটা আগে বের হোক।”

অভিযোগে বলা হয়েছে, তাসকিন ফোন করে সৌরভকে ডেকে নেন এবং সেখানে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন। শুধু তাই নয়, ভয়ভীতি ও হুমকিও দেন জাতীয় দলের এই পেসার।

থানা সূত্রের দাবি, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

অভিযোগ নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও কল করা হয়েছিল, কিন্তু কোনো উত্তর মেলেনি। এমনকি তার বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।

কয়েকদিন আগেই তাসকিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরের ঘটনায় শিরোনামে এই ক্রিকেটার।

About CricketBuzz

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.