Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

সৌম্য সরকার: এই গল্পটা আর কতবার?

T-২০ বিশ্বকাপ দরজায়। তার আগে আছে টি-২০ এশিয়া কাপ — আর এই দুই মঞ্চেই ব্যাকআপ ওপেনার নিয়ে হিসাব-নিকাশ হচ্ছে। হিসাবের খাতা খুললেই দেখা যাচ্ছে — সেই পুরনো নাম!
সৌম্য সরকার!
এক যুগ ধরে একি সিনেমা! প্রেক্ষাপট এক — রেজাল্ট জিরো! কিন্তু প্রশ্ন হলো, আর কতবার? কখনো কখনো দলে থাকাটা সৌম্যর জন্য পারফরম্যান্সের কারণে না, বরং পুরনো দিনের স্মৃতি আর ‘হয়তো এবার করবে’ এই ভুল আশার কারণে!

---
দেখে নিন সৌম্যর ‘গ্রেটনেস’:
🔹 ৪টা টি-২০ বিশ্বকাপ খেলেছেন — ফলাফল?
১৭ ম্যাচে ১৬১ রান!
গড় ৯.৪৭!
স্ট্রাইক রেট ৯৮!
বেস্ট? ২১ রান!
ডাক? ৪ বার!
৮ ইনিংসে ডাবল ডিজিটও না!

বলুন ভাই, এটা কি ব্যাটসম্যানের রেকর্ড? না বোলারের?
কেউ না জেনে শুনলে বলবে, এ হয়তো বোলার — ব্যাটে ১০-২০ রান করলেই হবে। অথচ, এই মানুষটা ওপেনার! ৪ বিশ্বকাপে বাংলাদেশের ইনিংস খুলেছেন এই লিজেন্ড । 

শুধু বিশ্বকাপ বললে কম হবে। এশিয়া কাপে দেখুন — ৫ ম্যাচে ৯৪ রান, গড় ১৮, স্ট্রাইক রেট ১০৬! একমাত্র ‘হাইলাইটস’ ইনিংস পাকিস্তানের সাথে — ৪৮ বলে ৪৮।

বাংলাদেশ ক্রিকেটে এমন কিছু ‘পুরনো নাম’ আছে, যারা বছরের পর বছর দলে থাকে আর ছোট দলের বিপক্ষে কিছু রান করলে নির্বাচক প্যানেল যেন শান্তি পায় — ‘এই তো, ফর্মে ফিরছে!’

আসলে কি ফিরছে? বড় মঞ্চে গেলেই সব ফ্লপ! বিশ্বকাপে প্রতিবারই একই কাহিনী — ওপেনিংয়ে আড়ম্বর, ফলাফল: স্কোরবোর্ডে শূন্য!

এদিকে বয়স এখন ৩২। ক্যারিয়ার পড়তির দিকে। এরপরও যদি নতুন করে আরেকটা বিশ্বকাপে এই “প্রুভেন ফ্লপ” এর উপর বাজি ধরতে হয় — তাহলে তো স্পষ্ট হয়ে যায় আমরা এখনও ভবিষ্যতের জন্য শিখছি না!
জানুন এক যুগে যা পারেনি, সামনে আর পারবে না — এই সোজা হিসাব বোর্ড বুঝবে কবে?

আরেকটা কথা — একটা দলে যদি কোনো খেলোয়াড় বছরের পর বছর ধরে শূন্য আর সিঙ্গেল ডিজিট মেরে যায়, তবুও দলে থাকে — তাহলে সেটা সেই খেলোয়াড়ের দোষ না, টিম ম্যানেজমেন্ট আর নির্বাচক প্যানেলের দোষ। সৌম্যের ব্যর্থতায় সৌম্য যতটা দায়ী, তার চেয়ে বড় সিলেকশন প্যানেল এর । 
বাংলাদেশের হাতে বিকল্প হয়তো নেই কিন্তু ব্যাকআপ ওপেনার হিসেবে আবরার - তামিমরা তৈরি হচ্ছে। বর্তমানে জিসান আলম, সাইফ হাসান, জাকির হাসান — যারা অন্তত চেষ্টা করলে আগামী দিনের জন্য কিছু শিখবে, কিছু শিখাবে। এদের একটু ঝালিয়ে নিলে অন্তত এই ‘এক যুগের ব্যর্থতা’ বারবার রি-টেলি হবে না।

সামনের টি-২০ বিশ্বকাপ আর টি-২০ এশিয়া কাপ — দুই মঞ্চেই সৌম্য সরকারকে বাদ দিয়ে নতুন কাউকে সুযোগ দিন। অন্তত নতুন কারো হাত ধরে নতুন গল্প শুরু হবে, পুরনো “ডাবল জিরো” গল্প না।

টি ২০ তে সৌম্যের গল্প শেষ হোক, বাংলাদেশ ক্রিকেট নতুন গল্প লিখুক!

About CricketBuzz

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.