বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) আরও পেশাদারভাবে আয়োজনের উদ্যোগ নিয়েছে। সে লক্ষ্যেই একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দিতে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। সেই প্রক্রিয়ায় এখন পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠান আইএমজি (IMG)।
বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, বিপিএলের মার্কেটিং পরামর্শদাতা ও ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছে পাঁচটি প্রতিষ্ঠান:
১. এপেক্স স্পোর্টস কনসালটিং
২. আইএমজি
৩. রিয়েল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসোলুট লেজেন্ডস স্পোর্টস
৪. দ্য আইপিজি গ্রুপ
৫. মাইন্ড ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্টস গ্রুপ
এর মধ্যে আইএমজি সবচেয়ে অভিজ্ঞ ও বিসিবির অগ্রাধিকার তালিকার শীর্ষে। প্রতিষ্ঠানটি ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের আয়োজন করে এবং বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। ফ্র্যাঞ্চাইজি কাঠামো, সম্প্রচার পরিকল্পনা, স্পন্সরশিপ ও আন্তর্জাতিক ব্র্যান্ডিং—সব ক্ষেত্রেই আইএমজি’র দক্ষতা প্রমাণিত। বিসিবি মনে করছে, এই অভিজ্ঞতা বিপিএলকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সহায়ক হবে।
*তালিকায় থাকা আইপিজি গ্রুপও যথেষ্ট অভিজ্ঞ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুর দিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করেছে তারা। সম্প্রচার, বিপণন ও লজিস্টিক ব্যবস্থাপনায় ভালো অবস্থানে থাকা এই প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতেও (ILT20) যুক্ত রয়েছে প্রধান কমার্শিয়াল পার্টনার হিসেবে।
*এপেক্স স্পোর্টস কনসালটিং সম্প্রতি এশিয়ান ক্রীড়া বাজারে কার্যক্রম বাড়িয়েছে। যদিও তাদের বড় কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে সরাসরি কাজ করার অভিজ্ঞতা নেই, তবে তারা বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে ব্র্যান্ড ও বিপণনে কাজ করেছে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানগুলোর দাখিল করা প্রস্তাব মূল্যায়নের কাজ করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অভিজ্ঞতা, আর্থিক প্রস্তাব, আন্তর্জাতিক সংযোগ এবং বাস্তবায়ন সক্ষমতার ওপর ভিত্তি করে আগামী ৫ আগস্টের মধ্যে একটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হবে।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচনের পরই ফ্র্যাঞ্চাইজি বাছাই, সম্প্রচার অধিকার, স্পন্সরশিপ চুক্তি ও অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত করা হবে। বিসিবির সূত্র মতে, এবার ছয় বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণের সম্ভাবনাও থাকছে।
সব দিক বিচার করে বলা যায়, বিপিএলের ইতিহাসে এবারই প্রথমবার এতো পরিপূর্ণ ও পেশাদার ইভেন্ট পরিচালনার উদ্যোগ নিচ্ছে বিসিবি। আর তাতে আইএমজি দায়িত্ব পেলে বিপিএলের ভবিষ্যৎ পথ বদলে যেতে পারে আন্তর্জাতিক অঙ্গনে।