Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

গায়ে লেগেছে বয়কট পিসিবি এর

 এখন থেকে কোনো বেসরকারি ক্রিকেট লিগে দেশের নাম ব্যবহার করা যাবে না, এমনটা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এ ভারতীয় খেলোয়াড়দের ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’-এর বিপক্ষে না খেলার ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


টেলিকম এশিয়া স্পোর্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউসিএলয়ের চলমান আসরকে ভারত-পাকিস্তান লড়াই হিসেবে উপস্থাপন করা হচ্ছিল। বিষয়টি ভালোভাবে নেয়নি পিসিবি। ফলে বোর্ডের পরিচালনা পর্ষদের এক বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে দেশের নাম ব্যবহারের বিষয়টিতে নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত হয়।একটি ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে টেলিকম এশিয়া বলেছে, 'বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্বিতীয় আসরে দুইবার ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানো দেশের মর্যাদার জন্য ক্ষতিকর বলে মনে করছেন উচ্চপর্যায়ের কর্মকর্তারা।'


পিসিবি জানিয়েছে, ভবিষ্যতে কোনো বেসরকারি সংস্থাকে দেশের নাম ব্যবহারের অনুমতি দেয়া হবে না। তবে চলমান আসরের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান লেজেন্ডস দলের খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, এর আগে জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লো-প্রোফাইল লিগেও ‘পাকিস্তান’ নাম ব্যবহার করেছে কিছু বেসরকারি সংস্থা। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বোর্ড।পিসিবির ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, 'সব বেসরকারি সংস্থাকে জানিয়ে দেয়া হয়েছে, তারা যদি পাকিস্তানের নাম ব্যবহার করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ক্রিকেট সংক্রান্ত ইভেন্টে দেশের নাম ব্যবহারের একমাত্র অধিকার পিসিবির—এবং সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট লিগ এবং আয়োজক প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতার ওপর।'


এ ছাড়া জানা গেছে, পাকিস্তান সরকার এবং দেশটির ইন্টার-প্রোভিনশিয়াল কো-অর্ডিনেশন (আইপিসি) কমিটি—যা দেশের ক্রীড়া তদারকি করে—পিসিবিকে এক উপদেশনামা দিয়েছে যাতে ভবিষ্যতে বেসরকারি লিগগুলোতে ‘পাকিস্তান’ নাম ব্যবহারের ওপর কঠোর নজরদারি রাখা হয়।


About CricketBuzz

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.